Bird Flu | শীত বাড়তেই দেশে বাড়ছে বার্ড ফ্লু সংক্রমণ, একাধিক রাজ্যে জারি সতর্কতা!

Friday, January 2 2026, 9:27 am
highlightKey Highlights

তামিলনাড়ু এবং কেরলের একাধিক জেলায় বার্ড ফ্লু ছড়ানোর খবর মিলেছে।


শীত বাড়তেই মাথাচাড়া দিয়ে উঠেছে বার্ড ফ্লু। তামিলনাড়ু এবং কেরলের একাধিক জেলায় বার্ড ফ্লু ছড়ানোর খবর মিলেছে। জানা গিয়েছে, গত কয়েক দিনে কেরলের মূলত আলাপ্পুজা, কোট্টায়াম জেলায় বহু মুরগীর H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। একই পরিস্থিতি তামিলনাড়ুর একাধিক জেলাতেও। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। পোলট্রি ফার্মগুলিতে নিয়মিত মুরগীর স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। রাজ্যের অন্য প্রান্তের কৃষকদেরও সতর্ক করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File