Meghalaya Murder | মেঘালয়ে হানিমুন হত্যাকাণ্ডের জের, নিষিদ্ধ ব্যক্তিগত মালিকানার স্কুটি-গাড়ি ভাড়া দেওয়া!
Tuesday, June 17 2025, 1:02 pm
Key Highlightsউত্তরপূর্বের এই রাজ্যে ব্যক্তিগত মালিকানার গাড়ি (দুই এবং চার চাকা) ভাড়ায় খাটানো কঠোর ভাবে নিষিদ্ধ করলো সরকার।
মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে হত্যা করেন তারই স্ত্রী সোনম। এই ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই আবহে উত্তরপূর্বের এই রাজ্যে ব্যক্তিগত মালিকানার গাড়ি (দুই এবং চার চাকা) ভাড়ায় খাটানো কঠোর ভাবে নিষিদ্ধ করলো সরকার। বেঁধে দেওয়া নিয়ম, তা না মানলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। প্রসঙ্গত, শিলংয়ের একটি হোমস্টে থেকে স্কুটি ভাড়া করে তাতে চেপে নিরুদ্দেশ হয়েছিল রাজা রঘুবংশী ও সোনম। দিন সাতেক পর খাদ থেকে উদ্ধার হয় রাজার পচা গলা দেহ।

