Kalabhavan Navas | হোটেল থেকে মিললো মালয়ালাম অভিনেতা কালাভাবন নাভাসের মৃতদেহ!

Saturday, August 2 2025, 5:19 am
highlightKey Highlights

খ্যাতনামা মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাস (৫১) প্রয়াত।


প্রয়াত হলেন মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাস (৫১)। রহস্যজনকভাবে মৃত্যু হলো তাঁর। সূত্রের খবর, মালয়ালাম ফিল্ম 'প্রকামবনম'এর শুটিং করতে কোচির চোট্টানিক্কারায় একটি হোটেলে থাকছিলেন অভিনেতা। শুক্রবার সন্ধ্যায় চেক আউটের পরও অভিনেতা ঘর থেকে না বেরোনোয় কর্মীরা তাকে ডাকতে যান। হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। তাঁর মৃত্যুতে শোকাহত বিনোদন দুনিয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File