Reliance Industries | আগে টাটা করেছিল বিনিয়োগ, সেই সংস্থা ৩৭৫ কোটি টাকা দিয়ে কিনলো আম্বানি

Monday, December 30 2024, 4:47 am
Reliance Industries | আগে টাটা করেছিল বিনিয়োগ, সেই সংস্থা ৩৭৫ কোটি টাকা দিয়ে কিনলো আম্বানি
highlightKey Highlights

হেলথ কেয়ার সেক্টরে বড়সড় বিনিয়োগ করলো মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স


হেলথ কেয়ার সেক্টরে বড়সড় বিনিয়োগ করলো মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স। সম্প্রতি ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসা কেন্দ্র Karnikos Healthcareকে ৩৭৫ কোটি টাকায় কিনলো রিলায়েন্স স্ট্র্যাটেজিক বিজ়নেস ভেঞ্চার্স। প্রযুক্তিনির্ভর ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা পরিষেবা দেয় এই সংস্থা। ২০২০ সালের জুলাইয়ে তৈরি হয় কার্নিকোস হেলথকেয়ার। ২০২২ থেকে ২৩ অর্থবর্ষে ২২ কোটি টাকা টার্নওভার ছিল এই সংস্থার। আম্বানির আগে এই সংস্থায় টাটা সন্সের সাবসিডিয়ারি Ewart Investments Limited এর মতো একাধিক সংস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File