বাণিজ্য

Jio Brain | ৪৭ তম বার্ষিক সাধারণ সভায় এআই চালিত ‘জিও ব্রেনে’র উদ্বোধন করলো রিলায়েন্স

Jio Brain | ৪৭ তম বার্ষিক সাধারণ সভায় এআই চালিত ‘জিও ব্রেনে’র উদ্বোধন করলো রিলায়েন্স
Key Highlights

৪৭ তম বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স জিও তার কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অত্যাধুনিক প্রযুক্তি জিও ব্রেন (Jio Brain) এর উদ্বোধন করলো।

৪৭ তম বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স জিও তার কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অত্যাধুনিক প্রযুক্তি জিও ব্রেন (Jio Brain) এর উদ্বোধন করলো। এটি এন্ড টু-এন্ড ওয়ার্কফ্লো তৈরি করতে সাহায্য করবে। এর ফলে বিভিন্ন সংস্থা ডেটা চালিত কাজগুলির জন্য অটোমেশন সেটআপ করার অনুমতি দেবে। জিও অন্যান্য রিলায়েন্স মালিকানাধীন অপারেটিং কোম্পানিগুলিতেও জিও ব্রেন ব্যবহার করবে। এদিকে মুকেশ আম্বানি জানান, কোম্পানি FY24-এ ১০,০০,১২২ কোটি টাকার রেকর্ড টার্নওভার করেছে,যা ভারতের প্রথম কোম্পানি হিসেবে রেকর্ড।কোম্পানির বার্ষিক আয় ১০ লক্ষ কোটি টাকা।