Oil Import | রাশিয়া থেকে ফের অপরিশোধিত তেল আমদানি শুরু করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়!
Thursday, December 25 2025, 4:32 pm
Key Highlightsফের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড।
ফের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড। সম্প্রতি বেশ কয়েক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প ট্যারিফ আবহে রাশিয়া থেকে তেল আমদানি আগের তুলনায় কমানো হয়েছিল। তবে ফের রাশিয়া থেকে তেল আমদানি শুরু হলো। জানা গিয়েছে, নিষেধাজ্ঞা নেই এমন উৎস থেকে গুজরাটের জামনগর রিফাইনারির জন্য অপরিশোধিত তেল আমদানি করা হচ্ছে। RusExport-এর Aframax ট্যাঙ্কারের সঙ্গে চুক্তি করেছে ভারতের সংস্থাটি।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- রাশিয়া
- অপরিশোধিত তেল
- ভারত

