Delhi CM | জল্পনার অবসান, দিল্লির মসনদে বসছেন এক মহিলা মুখ্যমন্ত্রী! কে তিনি?
Wednesday, February 19 2025, 3:07 pm

সুষমা স্বরাজ, আতিশি মারলেনার পর দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসছেন রেখা গুপ্তা।
কাল শপথগ্রহন। তার আগেই বুধবার সন্ধ্যায় দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। দিল্লি মসনদে এবার বসতে চলেছে এক মহিলা মুখ্যমন্ত্রী। সুষমা স্বরাজ, আতিশি মারলেনার পর দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসছেন রেখা গুপ্তা। শালিমার বাগ আসন থেকে আপের বন্দনা কুমারীর বিরুদ্ধে ২৯,৫৯৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। রেখা গুপ্তা আগে উত্তর দিল্লির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যেরা শপথ নেবেন।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- বিজেপি
- বিজেপি নেত্রী
- মুখ্যমন্ত্রী