Toto | বাস, অটো, ট‌্যাক্সির মতো টোটো-তেও বসাতে হবে নম্বরপ্লেট! রেজিস্ট্রেশনের ডেডলাইন বেঁধে দিল সরকার

Saturday, October 11 2025, 4:57 am
highlightKey Highlights

৩০ নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনও টোটো চালানো যাবে না।


এবার অন্যান্য যানবাহনের মতো টোটোর রেজিস্ট্রেশনও বাধ্যতামূলক করা হচ্ছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘আগামী ১৩ অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। তাতে QR কোড থাকবে। সেই নম্বরপ্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। অনলাইনের মাধ‌্যমে এই রেজিস্ট্রেশনের জন‌্য আবেদন করতে হবে। খরচ হবে ১০০০ টাকা। রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো চালানো যাবে না।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File