Shantanu Sen | ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা, ২ বছরের জন্য সাসপেন্ড শান্তনু সেনের রেজিস্ট্রেশন!

Thursday, July 3 2025, 11:40 am
highlightKey Highlights

২ বছরের জন্য সাসপেন্ড করা হলো চিকিৎসক তথা রাজনৈতিক নেতা শান্তনু সেনের রেজিস্ট্রেশন!


২ বছরের জন্য সাসপেন্ড করা হলো চিকিৎসক তথা রাজনৈতিক নেতা শান্তনু সেনের রেজিস্ট্রেশন! অর্থাৎ চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন। বহু দিন ধরে ভুয়ো ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এদিন ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই জানিয়েছেন রোগী কল্যাণ সমিতিক চেয়ারম্যান সুদীপ্ত রায়। তবে শান্তনু সেনের দাবি, কাউন্সিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে তলব করেছে, কোথাও কোন‌ও অনিয়ম হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File