Monaco vs PSG । ফুটবল মাঠে রক্তারক্তি কান্ড, বুটের আঘাতে মুখ ফাটলো গোলকিপারের, তবু ফাউল দিলেন না রেফারি
Thursday, December 19 2024, 2:17 pm
Key Highlightsমোনাকো ডিফেন্ডার উইলপ্রেড সিঙ্গোর বুটের স্টাডের আঘাতে ক্ষতবিক্ষত প্যারিস সাঁ জাঁ গোলকিপার জিয়ানলুইগি দোনারুমার মুখ।
আঁ তে মোনাকো এবং পিএসজি মধ্যে চলছিল ফরাসি লিগের ম্যাচ। খেলা চলাকালীন ফুটবল মাঠে মোনাকো ডিফেন্ডার উইলপ্রেড সিঙ্গোর বুটের স্টাডের আঘাতে রক্তাক্ত হলো পিএসজির গোলকিপার জিয়ানলুইগি দোনারুমার মুখ। যথারীতি ফাউল দেওয়ার কথা ছিল রেফারির। তবে রেফারির দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। এমন মারাত্মক ঘটনার পর প্রায় মিনিট পাঁচেক খেলা বন্ধ রাখা হয়েছিল। এদিন পিএসজি ৪:২ গোলে মোনাকোকে হারায়। তবে ম্যাচের ১৭ মিনিটেই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন দোনারুমা।
- Related topics -
- আন্তর্জাতিক
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল

