Red Fort | স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় ঢুকে পড়লো ‘সন্ত্রাসবাদী’! এই নিয়ে তৃতীয়বার নিরাপত্তায় ফাঁক!

মক ড্রিলের সময় দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক 'ডামি সন্ত্রাসবাদী' ফের লালকেল্লার নিরাপত্তা ব্যবস্থার ফাঁক তুলে ধরলেন।
স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় নিরাপত্তায় 'গলদ'। মক ড্রিলের সময় দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক 'ডামি সন্ত্রাসবাদী' ফের লালকেল্লার নিরাপত্তা ব্যবস্থার ফাঁক তুলে ধরলেন। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য লালকেল্লায় শিশুদের যে এনক্লোজার তৈরি হয়েছে, সেই পর্যন্ত নকল বিস্ফোরক নিয়ে ঢুকে পড়েন সেই 'ডামি সন্ত্রাসবাদী'। এই নিয়ে বিগত কয়েকদিনে তৃতীয়বারের মতো লালকেল্লার নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক দেখা গেলো। এদিকে নিরাপত্তায় গাফিলতির জন্য লালকেল্লার নিরাপত্তার দায়িত্বে থাকা ৭ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- স্বাধীনতা দিবস
- সেনাকর্মী