রাজ্যের একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে স্টেডিয়ামে ২০০ শয্যার হাসপাতাল তৈরি করা হল
Sunday, May 2 2021, 4:03 am

করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গে রাজ্যে ভয়াবহ হাসপাতাল শয্যা-সঙ্কটের প্রেক্ষিতে যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামকে ২০০ শয্যার করোনা হাসপাতালে পরিণত করা হল। মেডিকা হাসপাতাল গোষ্ঠীর উদ্যোগে শুক্রবার এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আইটিসি এই উদ্যোগে আর্থিকভাবে সাহায্য করছে। বর্তমানে মুকুন্দপুরে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ২৬৭টি বেডের করোনা চিকিৎসার পরিকাঠামো রয়েছে। যাদবপুর কিশোর ভারতী স্টেডিয়ামে ২০০ বেডের এই নতুন করোনা চিকিৎসা পরিষেবায় যে সমস্ত করোনা রোগীরা হাসপাতালে বেড পাচ্ছেন না, তাঁরা অনেকটাই উপকৃত হবেন।
- Related topics -
- রাজ্য
- কোভিড ১৯
- করোনা সংক্রমণ
- করোনা পরিস্থিতি
- যাদবপুর