লঞ্চের কয়েক দিনের মধ্যেই প্রতারণার অভিযোগ, তিন মাসের ব্যান Realme GT
Friday, March 19 2021, 6:03 pm
Key Highlights
সম্প্রতি লঞ্চ হয়েছে Realme GT নামক একটি স্মার্টফোন। লঞ্চের কয়েক দিনের মধ্যেই আকর্ষণীয় স্পেসিফিকেশনসের কারণে আলোড়নও সৃষ্টি করেছে ফোনটি। সেই Realme GT ফোনটিকেই এবার ব্যান করে দিল বেঞ্চমার্কিং ওয়েবসাইট AnTutu। তিন মাসের জন্য Realme GT-কে নিষিদ্ধ করল AnTutu। AnTutu জানাচ্ছে, বেঞ্চমার্কিং সাইটে 770,221 স্কোর (ব্যাপক পরিমাণে এই স্কোরিংয়ের প্রচার করেছে Realme) পাওয়ার জন্য ভুল পদ্ধতির ব্যবহার করেছে Realme GT। বলা যেতে পারে, একপ্রকার প্রতারণাই করেছে ফোনটি। আর সেই ঘটনার তদন্তে AnTutu সঠিক প্রমাণিত হওয়ার পরই ফোনটিকে তিন মাসের জন্য ব্যান করা হয়। এমনকী Realme-র অফিসিয়াল ওয়েবসাইটের ডেটাবেস থেকেও Realme GT ফোনটিকে সরাতে বাধ্য করেছে AnTutu।
- Related topics -
- টেকনোলজি
- স্মার্ট ফোন
- রিয়ালমি