Real Madrid vs Getafe । গেতাফের বিরুদ্ধে ২:০ গোলে জয় রিয়াল মাদ্রিদের! পয়েন্ট টেবিলে বার্সেলোনার পরেই এমবাপেরা
মাদ্রিদের এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এক পয়েন্ট বেশি নিয়ে রিয়াল মাদ্রিদের আগেই রয়েছে বার্সেলোনা।
গেতাফের বিরুদ্ধে ২:০ গোলে জয় ছিনিয়ে নিলো রিয়াল মাদ্রিদ! গোল করলেন জুড বেলিংহ্যাম এবং কিলিয়ান এমবাপে। এদিনের ম্যাচের ৩০ মিনিটে বক্সে রুডিগারকে ফাউল করে বসেন গেতাফের ফুটবলার নায়ম। পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। সেখানেই গোল করেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ৩৮ মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। এবার স্কোরশিটে নাম তোলেন এমবাপে। মাদ্রিদের এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এক পয়েন্ট বেশি নিয়ে রিয়াল মাদ্রিদের আগেই রয়েছে বার্সেলোনা।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- লা লিগা
- রিয়্যাল মাদ্রিদ
- বার্সেলোনা