Kylian Mbappe | হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন কিলিয়ান এমবাপে, কী হয়েছে রিয়াল তারকার?
Friday, June 20 2025, 2:53 am
Key Highlightsআচমকাই হাসপাতালে ভর্তি করা হল কিলিয়ান এমবাপেকে। জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই অসুস্থ ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা।
ক্লাব বিশ্বকাপ খেলতে আমেরিকায় গিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী রবিবার ২২শে জুন আবারও ম্যাচ রয়েছে তাঁদের। তাঁর আগেই বিপত্তি। সূত্রের খবর, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমাদের প্লেয়ার কিলিয়ান এমবাপে গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছেন। যেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর একাধিক পরীক্ষা করা হবে।’ ক্লাব সূত্রে খবর, মায়ামিতে ম্যাচের পর এমবাপের পেটে কোনো একটা খাবার থেকে সংক্রমণ শুরু হয়েছিল। এখন ভালো আছেন তিনি।
- Related topics -
- খেলাধুলা
- রিয়্যাল মাদ্রিদ
- খেলোয়াড়
- ফুটবল
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- অসুস্থ

