Sonam Wangchuk | মধ্যরাতে বাস্তবের 'ব়্যাঞ্চো' তথা সোনম ওয়াংচুককে আটক করলো দিল্লি পুলিশ
Tuesday, October 1 2024, 6:59 am
 Key Highlights
Key Highlightsলাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা সহ স্থানীয় একগুচ্ছ দাবি নিয়ে লে থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করছেন তিনি।
দীর্ঘদিন ধরেই লাদাখের প্রকৃতিকে বাঁচানোর দাবিতে পথে নেমে আন্দোলন করছেন বাস্তবের 'ব়্যাঞ্চো' তথা সোনম ওয়াংচুক। টানা ২১ দিন অনশনও করেছেন সোনম। লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা সহ স্থানীয় একগুচ্ছ দাবি নিয়ে লে থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করছেন তিনি। তবে রাজধানী দিল্লি পৌঁছতেই সোমবার মধ্যরাতে আটক করা হয় তাঁকে। সোনম ওয়াংচুকের সঙ্গে পদযাত্রায় অংশ নেওয়া আরও ১৫০ জনকেও আটক করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, রাতভর কিছু খাওয়া হয়নি আটক পদযাত্রীদের। অনির্দিষ্টকালের জন্য অনশনেরও ডাক দিয়েছেন তাঁরা।

 
 