RCB | বিক্রি হয়ে যাচ্ছে গোটা দল! তাঁর আগেই নজরে আরসিবির আইপিএলের গোটা টিম
Sunday, November 9 2025, 4:04 pm
Key Highlightsআগামী বছরই বিক্রি হয়ে যেতে পারে গোটা দল। এহেন অস্থিরতার মধ্যেই মিনি নিলামে অংশ নেবে আরসিবি।
এবছর আইপিএলে চ্যাম্পিয়ন স্কোয়াড থেকেও বেশ কয়েকজনকে ছেঁটে ফেলতে চলেছে আরসিবি ম্যানেজমেন্ট। ২০২৫ আইপিএলের পূর্ণ স্কোয়াড: রজত পাতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জস হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, রশিখ দার, সুয়শ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুসারা, মনোজ ভাণ্ডাগে, জ্যাকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিডি, অভিনন্দন সিং, মোহিত রাঠি। উল্লেখ্য, আগামী বছরই বিক্রি হয়ে যেতে পারে গোটা দল।
- Related topics -
- খেলাধুলা
- ipl
- আইপিএল
- আইপিএল ফাইনাল
- আইপিএল ২০২৪
- ক্রিকেট
- ক্রিকেটার

