খেলাধুলা

Travis Head | আরসিবিকে অপমান ট্রেভিস হেডের! স্পনসর Uber-এর বিরুদ্ধে আদালতে বিরাটরা!

Travis Head | আরসিবিকে অপমান ট্রেভিস হেডের! স্পনসর Uber-এর বিরুদ্ধে আদালতে  বিরাটরা!
Key Highlights

এবার উবের ইন্ডিয়ায় ট্র্যাভিস হেডের বিজ্ঞাপনের বিরুদ্ধে আদালতে মামলা করল আরসিবি।

আইপিএলে সরগরম মাঠের বাইরের পরিস্থিতি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা ট্র্যাভিস হেডকে নিয়ে করা উবের ইন্ডিয়ার একটি বিজ্ঞাপনের ভিডিয়ো টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় বর্তমানে খুব ভাইরাল হয়েছে। ৫৯ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) নাম লেখা সাইনবোর্ডে তিনি স্প্রে পেন্ট করে লিখছেন ‘রয়্যালি চ্যালেঞ্জড বেঙ্গালুরু’। উবের ইন্ডিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে বেঙ্গালুরু শিবির। আরসিবির আইনজীবীদের দাবি, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে।