Bengaluru Stampede | 'পদপিষ্টর ঘটনায় দায়ী RCB'! সুবিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিরাটের দল!

Tuesday, July 8 2025, 12:59 pm
highlightKey Highlights

বেঙ্গালুরুর পদপিষ্টর ঘটনায় RCBকেই দায়ী করেছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এবার সেই রায়ের বিরোধিতা করে কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হলো বিরাটের IPL দল।


বেঙ্গালুরুর পদপিষ্টর ঘটনায় RCBকেই দায়ী করেছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এবার সেই রায়ের বিরোধিতা করে কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হলো বিরাটের IPL দল। ট্রাইব্যুনালের বক্তব্য ছিল, শেষ মুহূর্তে RCB সেলিব্রেশনের ডাক দিয়েছিল, যা চূড়ান্ত ‘অব্যবস্থা’ তৈরি করেছিল। তবে হাইকোর্টে দায়ের করা পিটিশনে RCBর তরফে বলা হয়েছে, ‘প্রথম থেকে এই মামলায় পার্টি ছিল না RCB। তবুও তাকেই গোটা ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী করা হয়। RCBর তরফে বক্তব্যও পুরোপুরি শোনা হয়নি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File