Repo Rate News | পুজোর আগেই স্বস্তি সাধারণের! রেপো রেট নিয়ে বড় ঘোষণা করলো আরবিআই!

Sunday, October 8 2023, 3:42 pm
highlightKey Highlights

আরবিআই রেপো রেটের খবর অনুযায়ী, অপরিবর্তিত থাকলো রেপো রেট। এর ফলে হোম লোন এবং ঋণের ক্ষেত্রেও সুদের হার অপরিবর্তিত থাকতে পারে।


পুজোর আগেই স্বস্তির খবর দিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (Reserve Bank of India) বা আরবিআই (RBI)। মনেটরি পলিসির বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) রেপো রেট নিয়ে বড় ঘোষণা করেন। আরবিআই রেপো রেটের খবর (RBI Repo Rate News) অনুযায়ী, অপরিবর্তিত থাকছে রেপো রেট। এর ফলে ত্রৈমাসিক রেপো রেট ৬.৫ শতাংশ থাকবে। অর্থাৎ পুজোর আগে রেপো রেটের এই খবর (Repo Rate News) বেশ স্বস্তি দিল মধ্যবিত্ত সাধারণ মানুষদের।

আরবিআই রেপো রেটের খবর (RBI Repo Rate News) অনুযায়ী, আরবিআই গভর্নর ঘোষণা করেন,সেপ্টেম্বর মাসে মূল্যবৃদ্ধি বেশ কিছুটা কমেছে। তবে এখনই অনিশ্চয়তা কাটছে না। চলতি বছর অর্থবর্ষে খুচরো বা রিটেল মূল্যবৃদ্ধি হতে পারে ৫.৪ শতাংশ এবং আগামী অর্থবর্ষে তা ৫.২ শতাংশ হতে পারে।

Trending Updates

রেপো রেট কী? | What is Repo Rate?

রেপো রেট হলো যে সুদের হারে ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নেয়। এই সুদের হারকেই রেপো রেট বলে। এই হার বৃদ্ধি পেলে অন্যান্য ব্যাংক লোনের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পায়। ফলে সম্প্রতি আরবিআই-র রেপো রেটের খবর (RBI Repo Rate News) সাধারণ মানুষকে বেশ সস্তি দিয়েছে।

রেপো রেট সংক্রান্ত কী কী জানিয়েছে আরবিআই?

  • রেপো রেটের খবর (Repo Rate News) অনুযায়ী, ৩ দিনের মনিটরি পলিসি কমিটির বৈঠকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তরফে রেপো রেট অপরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে
  • আরবিআই গভর্নর ঘোষণা করেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট থাকবে ৬.৫ শতাংশ।
  • মার্জিনাল স্ট্যান্ডিং ফেলিসিটি রেট থাকবে ৬.৭৫ শতাংশ।
  • ব্যাংক রেট থাকবে ৬.৭৫ শতাংশ।
  • ফিক্সড রিভার্স রেপো রেট থাকবে ৩.৩৫ শতাংশ।
  • অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিক খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধি খুব একটা না কমার আশঙ্কা রয়েছে।
  • চলতি অর্থবর্ষে আসল প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পরে। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আসল প্রবৃদ্ধির হার ৬.৬ শতাংশ হতে পারে।

উল্লেখ্য, আরবিআই রেপো রেটের খবর (RBI Repo Rate News) অনুযায়ী এর আগে গত ফেব্রুয়ারি মাসেও রেপো রেট ২৫ বেসিস পয়েন্টে বৃদ্ধি করা হয়েছিল। তবে গত এপ্রিল মাসে রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। জুন - আগস্ট মাসেও রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। তবে পুজোর আগে রেপো রেট না বৃদ্ধি হওয়ার কারণে গৃহঋণ গ্রাহকদের পকেটে নতুন করে চাপ পড়বে না বলেই আশা। এই আবহে রেপো রেট অপরিবর্তন থাকে ইএমআই এবং ঋণের ওপর সুদের হারও অপরিবর্তিত থাকবে। প্রসঙ্গত, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়ছে এবং এর প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতেও। তবে আরবিআই এই মুহূর্তে নিশ্চিত যে সুদের হার কম রাখাই দেশের অর্থনীতির জন্য সঠিক হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File