Repo Rate | দুমাস পর আবারও রেপো রেট কমালো RBI! ২৫ বেসিস পয়েন্ট কমে রেপো রেট নামল ৬ শতাংশ!

Wednesday, April 9 2025, 6:16 am
highlightKey Highlights

বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।


ফের কমলো রেপো রেট। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর জেরে RBIর রেপো রেট নামল ৬ শতাংশ। এর আগে ফেব্রুয়ারি মাসে রেপো রেট ৬.৫০ শতাংশ থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ করেছিল RBI। বলা বাহুল্য, ট্রাম্পের বিশ্বজুড়ে নয়া শুল্ক নীতির প্রভাব পড়েছে বৈশ্বিক বাণিজ্যে। যার জেরে ভারতের আমদানির খরচ বাড়বে। সম্ভাবনা রয়েছে মূল্যবৃদ্ধিরও। এই আবহে রেপো রেট দেশের আভ্যন্তরীণ অর্থনীতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File