RBI | অনলাইন লেনদেনে জালিয়াতি রুখতে ও ডিজিটাল ব্যাঙ্কিং নিরাপদ করতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ RBIর!

Thursday, April 24 2025, 9:26 am
highlightKey Highlights

দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে তাদের ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়েবসাইটকে এক্সক্লুসিভ ইন্টারনেট ডোমেন ‘ব্যাঙ্ক.ইনে’ সরাতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।


দিনে দিনে ক্রমশ বাড়ছে অনলাইন অর্থ লেনদেনে জালিয়াতি। এবার তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার প্রতি গ্রাহকদের আগ্রহ ও ভরসা বজায় রাখতে ব্যাঙ্কগুলির জন্য নির্দেশিকা জারি করলো RBI। দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে তাদের ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়েবসাইটকে এক্সক্লুসিভ ইন্টারনেট ডোমেন ‘ব্যাঙ্ক.ইনে’ সরাতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এর ফলে নির্দিষ্ট ‘ব্যাঙ্ক.ইন’ ডোমেন অনলাইন নিরাপত্তা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ফিশিং অ্যাটাক কমাবে। ৩১ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে বলেছে RBI।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File