RBI | ৩টি ব্যাঙ্ককে ব্যবসা বন্ধের নির্দেশ দিলো RBI! তোলা যাবে না টাকাও! তালিকায় নেই তো আপনার ব্যাঙ্ক?
Tuesday, July 8 2025, 12:28 pm

এই ব্যাঙ্কগুলোর লাইসেন্স বাতিল করা হয়নি, কেবল ৬ মাসের সাময়িক একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেশের ৩টি ব্যাঙ্ককে ব্যবসা বন্ধের নির্দেশ দিলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! এই ব্যাঙ্কগুলোর লাইসেন্স বাতিল করা হয়নি, কেবল ৬ মাসের সাময়িক একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই ব্যাঙ্কগুলো শুধুমাত্র কর্মীদের বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি মেটানোর জন্য খরচ করতে পারবে। এর বাইরে কোনও খরচ করতে পারবে না। এই ৩টি ব্যাঙ্ক হল, দিল্লির ইনোভেটিভ কো অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড, গুয়াহাটির দ্য ইন্ডাস্ট্রিয়াল কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং মুম্বইয়ের দ্য ভবানী সহকারি ব্যাঙ্ক লিমিটেড।