HDFC ব্যাঙ্ককে ক্রেডিট কার্ড বণ্টন ও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা স্থগিত রাখতে নির্দেশ RBI-এর !

Thursday, December 3 2020, 12:29 pm
highlightKey Highlights

এইচডিএফসি কর্তৃপক্ষ গত ২০১৮ সালের ডিসেম্বরে যে নতুন ব্যাঙ্কিং মোবাইল অ্যাপ চালু করেছিলেন, তা চলার কয়েক ঘন্টার মধ্যেই 'ক্র্যাশ' হয়েছিল। তাছাড়াও ব্যাঙ্কের ইন্টারনেট এবং অ্যাপ-নির্ভর মোবাইল ব্যাঙ্কিং পরিষেবায় নানা ত্রুটিও ধরা পড়েছে। গত ২১শে নভেম্বর বহু গ্রাহককে সমস্যার মুখোমুখি হতে হয়। তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর তরফ থেকে ডিজিটাল ২.০-র আওতাভুক্ত ইন্টারনেট এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা এই নির্দেশিকা জারি করা হয়েছে। বুধবার এই মর্মে শীর্ষ ব্যাঙ্কের তরফে একটি নির্দেশিকা (অ্যাডভাইসরি) জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File