Ratan Tata | আজ বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য রতন টাটার, শোকদিবস ঘোষণা মহারাষ্ট্র সরকারের
Thursday, October 10 2024, 8:07 am
Key Highlightsআজ, বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের ওরলিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
গোটা ভারতে শোকের ছায়া। প্রয়াত দেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পপতি এবং ব্যক্তি রতন টাটা। আজ, বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের ওরলিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল সাড়ে ১০টা থেকে অশীতিপর এই শিল্পপতির মৃতদেহ শায়িত মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ) এ। সাড়ে ৩টে পর্যন্ত টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। সাড়ে ৩টে নাগাদ নরিম্যান পয়েন্ট থেকে শেষযাত্রা শুরু হবে। বিকাল চারটে নাগাদ ওরলিতে শেষকৃত্য হবে।

