Jalpaiguri | ইঁদুর জ্বরে জেরবার জলপাইগুড়ি, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চেকরমারি গ্রামে ইতিমধ্যে ১৫ জন লেপ্টোস্পাইরা বা ইঁদুর জ্বরে আক্রান্ত ছিলেন।
বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ির রাজগঞ্জের একাধিক এলাকা জুড়ে এক বিশেষ জ্বরের কথা প্রকাশ্যে আসছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গ্রামের হ্যাচারি থেকে প্রচুর পরিমান মুরগির বিষ্ঠা থেকেই আনাগোনা বাড়ছে ইঁদুরের। সেখান থেকেই এই রোগ হচ্ছে। রাজগঞ্জ ব্লকের চেকরমারি গ্রামে ১৫ জন লেপ্টোস্পাইরা বা ইঁদুর জ্বরে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার আরও ৬৭ জনের রক্তের নমুনা পরীক্ষা করে জানা যায় আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন এই ইঁদুর জ্বরে। এই রোগে আক্রান্তদের প্রত্যেকেরই জ্বর আর সঙ্গে পায়ে তীব্র যন্ত্রণা হচ্ছে বলে তাঁরা জানাচ্ছেন।