ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা সাসপেন্ড করা হল প্রাক্তন মুখ্যসচিবকে
ধর্ষণ ইস্যুতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহের মন্ত্রক দ্বারা সিনিয়র আইএএস অফিসার জিতেন্দ্র নারাইনকে বহিস্কার করা হল।
ধর্ষণের অভিযোগ সামনে আসতেই বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জিতেন্দ্র নারাইনকে বহিস্কার করার ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে।
অভিযুক্ত জিতেন্দ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্যসচিব হিসাবে একটা সময়ে কর্মরত ছিলেন। যদিও বর্তমানে দিল্লি ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন জিতেন্দ্র। সম্প্রতি আন্দামানে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসে। আর সেখানে নাম জড়ায় জিতেন্দ্র নারাইনের।
শুধু তিনিই নয়, প্রাক্তন মুখ্য সচিব এবং শ্রম কমিশনার মিলে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ সামনে আসে। সরকারি চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে আন্দামান পুলিশে এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে।
শুধু তাই নয়, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এক অভিজ্ঞ পুলিশ আধিকারিকের নেতৃত্বে এই তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় কেন্দ্রীয় শাসিত ওই অঞ্চলে। যদিও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে খবর।
এই ঘটনায় এক পুলিশ আধিকারিকের নাম জড়িয়েছে বলেও জানা যাচ্ছে। গত ৩০ অগাস্ট এই সংক্রান্ত মামলাতে তদন্তের নির্দেশ দেওয়া হয় বলে খবর। জানা যাচ্ছে, ১৯৯০ ব্যাচের আইএএস আধিকারিক জিতেন্দ্র নারাইন। ওই তরুণীর অভিযোগ ছিল, ওই দুই আধিকারিককের সঙ্গে চাকরির সূত্রে দেখা করতে গিয়েছিলেন।
- Related topics -
- রাজনৈতিক
- স্বরাষ্ট্রমন্ত্রক
- মুখ্যসচিব
- সাসপেন্ড
- অমিত শাহ