Nimisha Priya | ব্লাড মানি নিতে নারাজ নিহতের পরিবার, কোনওভাবেই বাঁচানো যাবে না নিমিশাকে? কী বলছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র?
Thursday, July 17 2025, 12:32 pm

আপাতত নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত হলেও, একেবারে যে তিনি রক্ষা পেয়েছেন তেমনটা নয়।
আপাতত নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত হলেও, একেবারে যে তিনি রক্ষা পেয়েছেন তেমনটা নয়। নিমিশার আইনজীবী জানিয়েছেন, ভারতের ‘গ্র্যান্ড মুফতি’র মধ্যস্থতায় দুই পক্ষের পরিবারের মধ্যে আলোচনা হলেও, নিমিশাকে ক্ষমা করতে এবং রক্তের দাম পর্যন্ত নিতে অস্বীকার করে দিয়েছে নিহতের পরিবার। এই আবহে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কেন্দ্র নিমিশাকে সমস্ত আইনি ভাবে সহযোগিতা প্রদান করেছে। এদিকে ওয়াকিবহাল মহল বলছে, নিমিশার মৃত্যুদণ্ড রুখে দিতে গেলে যোগাযোগ করতে হবে ইয়েমেনের বন্ধু দেশেদের সঙ্গে।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- মৃত্যুদণ্ড