একান্তেই আংটি বদল, রাজস্থানে ডবল সেলিব্রেশন করলেন বিটাউনের দুই জনপ্রিয় তারকা!

Thursday, September 30 2021, 8:22 am
একান্তেই আংটি বদল, রাজস্থানে ডবল সেলিব্রেশন করলেন বিটাউনের দুই জনপ্রিয় তারকা!
highlightKey Highlights

গত মঙ্গলবার অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর ছিল বলিউড অভিনেতা রণবীর কাপুরের ৩৯ তম জন্মদিন। তাই একদিন আগেই প্রেমিকা আলিয়া ভাট-কে নিয়ে রাজস্থান পাড়ি দিয়েছিলেন রণবীর। বুধবার যোধপুর এয়ারপোর্টে যখন পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন আলিয়া-রণবীর, তখন আলিয়ার আঙুলে নজরে আসে নতুন আংটি। সেই থেকেই শুরু জল্পনা। তবে কি জন্মদিন উদযাপনের সাথেই একান্তে আংটি বদল করেলন তাঁরা। শোনা যাচ্ছে রণবীর ও আলিয়া বিয়ের ডেস্টিনেশন ঠিক করতেই বারবার যোধপুর যাচ্ছেন কাপুর পরিবারের সদস্যরা। এব্যাপারে মুখ খোলেননি তারকারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File