Ranbir Canal | আরও জল সংকটে পাকিস্তান! রণবীর খালের দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা ভারতের!

চন্দ্রভাগা নদীর সঙ্গে যুক্ত রণবীর খালের দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এই খালের দৈর্ঘ্য বাড়িয়ে ১২০ কিলোমিটার করার পরিকল্পনা রয়েছে।
সিন্ধু জল চুক্তি রদ করার জন্য রীতিমতো বিপাকে পড়েছে পাকিস্তান। এবার ইসলামাবাদকে আরও মুশকিলে ফেলতে নয়া পরিকল্পনা ভারত সরকারের। জানা গিয়েছে, চন্দ্রভাগা নদীর সঙ্গে যুক্ত রণবীর খালের দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এই খালের দৈর্ঘ্য বাড়িয়ে ১২০ কিলোমিটার করার পরিকল্পনা রয়েছে। খালের দৈর্ঘ্য বৃদ্ধির পাশাপাশি চন্দ্রভাগা নদীতে থেকে জলবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে ভারতের। এই খালের দৈর্ঘ্য এবং গভীরতা বাড়লে চন্দ্রভাগা নদীর জল আরও বেশি পরিমাণে ব্যবহার করতে পারবে ভারত।