নানা জল্পনার পর অবশেষে রণবীর–আলিয়ার সদ্যজাত কন্যার নাম প্রকাশ করা হল,‌ জানুন কী সেই নাম

Thursday, November 24 2022, 6:13 pm
highlightKey Highlights

গত ৬ই নভেম্বর আলিয়া-রণবীরের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। অবশেষে রনলিয়ার কন্যার নাম রাখলেন ঠাকুমা নিতু কাপুর, রয়েছে সুন্দর অর্থও।


অবশেষে সামনে এল আলিয়া ও রণবীরের একরত্তির নাম। আলিয়া ভাট তাঁর মেয়ের নাম শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি তাঁর ও রণবীরের সঙ্গে তাঁদের কন্যার ছবি পোস্ট করেছেন ভক্তদের সাথে শেয়ার করেছেন কন্যার নাম। নবজাতককে ছবিতে সেভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না তবে তার নামটি স্পষ্ট।

বলি পাড়ায় রনবীর আলিয়ার সদ্যোজাতের নাম কী হবে তা নিয়ে ছিল জোর চর্চা! অবশেষে সব জল্পনার অবসান 

সদ্যোজাত কন্যার নাম রাখা হয়েছে রাহা কাপুর। আলিয়া ও রণবীরের ভক্তরাও বহুদিন ধরে তাঁদের সন্তান নাম কি রাখা হবে তার জন্য অপেক্ষা করছিলেন। এই পোস্টের সঙ্গে আলিয়া ভাট রাহা কথার অর্থ কী তাও জানিয়েছেন।

Trending Updates
আলিয়ার করা ইন্সটাগ্রাম পোস্ট
আলিয়ার করা ইন্সটাগ্রাম পোস্ট

ইনস্টাগ্রামে আলিয়া যে পোস্ট দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন শিশুকন্যার নাম রাহা রেখেছেন রণবীর কাপুরের মা নীতু সিং। এই শব্দের একাধিক সুন্দর অর্থ রয়েছে। সোহাহিলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ। আবার বাংলায় এই শব্দের মানে হল স্বস্তি, আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। রাহা মানে আনন্দ, স্বাধীনতাও। এরপর আলিয়া তাঁর শিশুকন্যাকে তাঁদের পরিবারকে জীবন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অভিনেত্রী এও জানান যে মনে হচ্ছে তাঁদের জীবন সবে শুরু হতে চলেছে। ছবিতে দেখা গিয়েছে আলিয়া ও রণবীর তাঁদের শিশুকন্যাকে ধরে রয়েছেন এবং ঘরের দেওয়ালে একটি টি-শার্ট ঝোলানো যেখানে লেখা রাহা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File