ক্রাইমরণজিৎ সিং হত্যাকাণ্ডের জেরে রাম রাহিম-কে আজীবন কারাবাসের সাজা শোনালো বিশেষ CBI আদালত

Key Highlights২০০২ সালের রঞ্জিত সিং হত্যার ঘটনার এতবছর পর অবশেষে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং কে আজীবন কারাবাসের সাজা শোনালো পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। গত ৮ অক্টোবর, ডেরা আরও চারজনকে দোষী সাব্যস্ত করা হয়। যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি তাকে জরিমানার নির্দেশও করা হয়েছে। রীতিমতো পরিকল্পনা করেই রাম রহিম রণজিৎ সিংকে হত্যা করেছিল বলে জানিয়েছে আদালত। জেল থেকে ক্ষমা প্রার্থনা করলেও রাম রহিমের আবেদন গৃহীত হয়নি।