Kolkata Metro | রবিবার রামনবমী, মেট্রো পাবেন কটা থেকে? দেখে নিন একনজরে
Friday, April 4 2025, 5:21 pm
Key Highlightsআগামী ৬ এপ্রিল মেট্রোল গ্রিন লাইন ২তে অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত এই রুটে ট্রাফিক ব্লক থাকছে না।
রামনবমী উপলক্ষে মেট্রো সূচি প্রকাশ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সেই সময়সূচি অনুযায়ী, আগামী ৬ এপ্রিল মেট্রোর গ্রিন লাইন ২ তে অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত রুটে মেট্রো চলবে। রোববার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম মেট্রো চলবে দুপুর ২টো ১৫ মিনিট থেকে। এসপ্ল্যানেড থেকে হাওড়ার দিকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। তবে এদিন গ্রিন লাইন ১ করিডরে কোনও পরিষেবা মিলবে না। ব্লু লাইনে যথারীতি পরিষেবা মিলবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- মেট্রো পরিষেবা
- কলকাতা মেট্রো
- মেট্রো
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ

