Ram Navami | আজ রামনবমীর মিছিল, তোড়জোড় শেষ লালবাজারের, পুলিশে পুলিশে ছয়লাপ মহানগরী

Sunday, April 6 2025, 4:13 am
highlightKey Highlights

রামনবমীকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুধুমাত্র কলকাতায় নিরাপত্তার জন্যই প্রায় ৬ হাজার পুলিশ কর্মীকে কাজে লাগাবে লালবাজার।


আজ সারা রাজ্যজুড়ে রামনবমীর মিছিল। কলকাতার বিভিন্ন প্রান্তে আজ ৮০টি মিছিল হওয়ার কথা। মহানগরীর নিরাপত্তার জন্যে প্রায় ৬ হাজার পুলিশ কর্মীকে নামিয়েছে লালবাজার। এদের মধ্যে আছেন মোট ৫ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার। এদিন লালবাজারের কন্ট্রোল রুম থেকে পুরো মিছিলটি মনিটর করবেন পুলিশকর্তারা। হাওড়া এবং শিবপুরে ১০টি ড্রোন থেকেও নজরদারি চলবে। রামনবমীর পরদিন সোমবার সকাল ছ’টা পর্যন্ত শহরের পণ্যবাহী লরি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File