Sudha Murthy | জাতিগত সমীক্ষায় 'না' সাংসদ শিক্ষাবিদ সুধা মূর্তির, কী বলছে কর্নাটক হাইকোর্ট?

Thursday, October 16 2025, 2:02 pm
highlightKey Highlights

কর্ণাটকের জাতিগত সমীক্ষায় যোগ দেবেন না রাজ্যসভার সাংসদ তথা শিক্ষাবিদ সুধা মূর্তি।


গত ২২ সেপ্টেম্বর থেকে কর্ণাটকে শুরু হয়েছে সামাজিক ও শিক্ষাগত সমীক্ষা যা ‘জাতিগত সমীক্ষা’ নামে পরিচিত। এই সমীক্ষা চালাচ্ছে 'কর্ণাটক স্টেট কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস'। ২৫ সেপ্টেম্বর কর্ণাটক হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, জাতিগত সমীক্ষায় যোগ দেওয়া একেবারেই ঐচ্ছিক। এবার এই সমীক্ষায় যোগ দিতে অস্বীকার করলেন রাজ্যসভার সাংসদ তথা শিক্ষাবিদ সুধা মূর্তি। সমীক্ষায় 'না' করেছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা সুধা মূর্তির স্বামী নারায়ণ মূর্তি এবং তার পরিবারও। তাঁরা জানিয়েছেন, তাঁরা সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতিনিধি নন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File