Rajiv Kumar | রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন? ৮ জনের নাম সুপারিশ নবান্নের, তালিকায় রয়েছেন রাজীব কুমারও
Sunday, January 25 2026, 5:25 am

Key Highlightsনবান্ন সূত্রে খবর, সম্প্রতি নবান্ন যে পুলিশকর্তাদের নাম ওই পদের জন্য কেন্দ্রকে পাঠিয়েছে, তাতে রাজীব কুমারের নামও রয়েছে।
আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। রাজ্য পুলিশের পরবর্তী ডিজি পদের জন্য আট জনের নাম প্রস্তাব করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের পাঠানো তালিকায় ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, আইপিএস রাজেশ কুমার, ছয় সিনিয়র আইপিএস রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্তের নাম রয়েছে। গত বুধবার ওই তালিকা দিল্লিতে পাঠিয়েছে রাজ্য। তালিকায় ফের রাজীব কুমারের নাম রাখায় জল্পনা শুরু হয়েছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- পুলিশ প্রশাসন
- কলকাতা পুলিশ
- পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- পুলিশ কনস্টেবল


