সেলিব্রিটি

রক্তচাপের সমস্যায় হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা রজনীকান্ত।

রক্তচাপের সমস্যায় হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা রজনীকান্ত।
Key Highlights

হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁর রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা। হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে শুক্রবার সকালেই ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের তরফে এব্যাপারে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। করা হয়েছে মেডিক্যাল পরীক্ষাও। করোনা সংক্রমণের কোনও লক্ষ্যণ নেই তাঁর। তবে যতক্ষণ না অভিনেতার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালেই থাকবেন তিনি।