IPL 2025 | 'আজ ডাবল ট্রাবল', আজ হায়দ্রাবাদের মুখোমুখি রাজস্থান, মুম্বই ইন্ডিয়ান্স খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে

গতকাল ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে কেকেআরকে নাস্তানাবুদ করেছে বিরাটের আরসিবি। আজকে রয়েছে দুদুটো হাইপ্রোফাইল ম্যাচ।
শুরু হয়েছে ১৮ তম আইপিএল। গতকাল ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে কেকেআরকে নাস্তানাবুদ করেছে বিরাটের আরসিবি। আজকে রয়েছে দুদুটো হাইপ্রোফাইল ম্যাচ। আজ দুপুর ৩:৩০টায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নামবে কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। সন্ধ্যা ৭:৩০এ চিদাম্বরম স্টেডিয়ামে ক্যাপ্টেন রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচ দুটো আপনি দেখতে পারেন টিভি চ্যানেল স্টার স্পোর্টস এবং জিও হটস্টারে।