Rajasthan School Accident | আগেই সতর্ক করেছিল পড়ুয়ারা, গুরুত্বই দেননি শিক্ষক! কিছুক্ষণের মধ্যেই ছাদ ভেঙে মৃত্যু ৭ খুদের!

Saturday, July 26 2025, 7:56 am
highlightKey Highlights

ক্লাসরুমের সিমেন্ট পাথর যে ভেঙে পড়ছে সেই বিষয়ে আগেই ছাত্রছাত্রীরা শিক্ষককে জানিয়েছিল! কিন্তু পড়ুয়াদের কথা শিক্ষকরা গুরুত্বই দেননি।


শুক্রবার রাজস্থানে ঝালাওয়াড়ে স্কুলের ছাদ ভেঙে পড়ে ৭ ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অভিভাবকেরা। এরই মধ্যে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য! সূত্রের খবর, ক্লাসরুমের সিমেন্ট পাথর যে ভেঙে পড়ছে সেই বিষয়ে আগেই ছাত্রছাত্রীরা শিক্ষককে জানিয়েছিল! কিন্তু পড়ুয়াদের কথা শিক্ষকরা গুরুত্বই দেননি। এক ছাত্র সংবাদমাধ্যমের এক প্রতিনিধিকে জানিয়েছে, ‘‘সিমেন্ট পাথর পড়ছে৷, আমরা যখন শিক্ষককে বলেছিলাম তখন আমাদের ধমক দিয়ে ওঠে। তখনই যদি আমাদের বের করে দিত, কারওকে চলে যেতে হত না।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File