সেলিব্রিটি

এক বছরও পূর্ণ হয়নি তার আগেই সঙ্গীতচর্চা শুরু রাজ-শুভশ্রী পুত্র ইউভানের

এক বছরও পূর্ণ হয়নি তার আগেই সঙ্গীতচর্চা শুরু রাজ-শুভশ্রী পুত্র ইউভানের
Key Highlights

এক বছরও পূর্ণ হয়নি সেলিব্রিটি দম্পতি রাজ-শুভশ্রীর পুত্র ইউভানের, ইতিমধ্যেই সঙ্গীতচর্চা শুরু করে দিয়েছে সে। ইউভানের সঙ্গীত গুরু কে? গানের মাধ্যমে টলিউড-বলিউডে দাপিয়ে বেড়ানো সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। গিটারের তারে আঙুল ছুঁইয়ে মামা জিৎ গঙ্গোপাধ্যায় এর হাত ধরেই গানের জগতে হাতখড়ি হল একরত্তির। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যতই খেলার ছলে হোক, ভাগ্নের এই আগ্রহে আপ্লুত সঙ্গীত পরিচালক জিৎ।