Delhi Rain | দিল্লিতে বৃষ্টি বিপর্যয়! চারতলা বাড়ি ভেঙে মৃত ৪, ধ্বংসস্তূপে আটক একাধিক

Saturday, April 19 2025, 6:03 am
highlightKey Highlights

প্রবল বৃষ্টিতে দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের।


শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির তোড়ে জেরবার রাজধানী দিল্লি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ ভোর ৩টে নাগাদ দিল্লির মুস্তাফাবাদ এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পরে একটি চারতলা বাড়ি। ধ্বংস্তুপের নিচে আটকে পড়েন বাড়ির বাসিন্দারা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ধ্বংস্তুপের নিচ থেকে এখনও অবধি ১৪ জনকে উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। এখনও আটকে আছেন একাধিক। দ্রুতগতিতে উদ্ধারকার্য চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File