Vande Bharat Sleeper | বন্দে ভারত স্লিপারের কোচের প্রোটোটাইপ উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Sunday, September 1 2024, 2:37 pm
Key Highlightsবন্দে ভারত স্লিপার সংস্করণটি ৮০০ থেকে ১২০০ কিলোমিটার দীর্ঘ দূরত্বের রাতারাতি ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে।
রবিবার বেঙ্গালুরুতে বন্দে ভারত স্লিপারের কোচের প্রোটোটাইপ উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী তিনমাসের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে। বন্দে ভারত স্লিপার সংস্করণটি ৮০০ থেকে ১২০০ কিলোমিটার দীর্ঘ দূরত্বের রাতারাতি ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। ট্রেনটিতে ১৬টি কোচ থাকবে, যার মধ্যে ১১টি এসি থ্রি টায়ার, চারটি এসি টু টায়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। এই ট্রেনে মোট ৮২৩টি বার্থ রয়েছে। নিরাপত্তা ছাড়াও, স্লিপার সংস্করণটি বিশ্বমানের সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলমন্ত্রী
- অশ্বিনী বৈষ্ণব
- বন্দে ভারত

