খেলাধুলা

Sourav Ganguly: বোর্ড সভাপতি পদে সৌরভ না থাকার প্রভাব টলিপাড়ায়

Sourav Ganguly: বোর্ড সভাপতি পদে সৌরভ না থাকার প্রভাব টলিপাড়ায়
Key Highlights

তাহলে কি সৌরভের লর্ডসের বারান্দায় জামা ঘোরানোর সেই ঐতিহাসিক মুহূর্তগুলির উন্মাদনা পর্দায় ফুটিয়ে তোলা স্বপ্নই রয়ে গেল রাহুলের!

বাঙালীর মহারাজ - সৌরভ গাঙ্গুলী, ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হয়েছে তাঁর জমানা। সে এখন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। বোর্ডের সিদ্ধান্তে মহারাজ ভক্তদের একাংশ যে একদমই খুশি নয়, তা আর বলার অপেক্ষা রাখেনা। এবার সেই প্রভাব টলিপাড়াতেও পড়েছে। দুর্ভাগ্যবশত বন্ধ হয়ে গেল সৌরভকে নিয়ে সিনেমা ‘কলকাতা ৯৬’-এর কাজ।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসের ২২ গজে শতরান, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের বারান্দায় জামা খুলে ঘোরানো— সৌরভের সেই সব ‘দাদাগিরি’ এখনও ভোলেননি ক্রীড়াপ্রেমীরা। সেই মুহূর্তগুলিই রুপোলি পর্দায় আনার স্বপ্ন দেখেছিলেন পরিচালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘কলকাতা ৯৬’-এর প্রযোজনার দায়িত্বে ছিলেন রানা সরকার।

লর্ডসের মাঠে মহারাজের সেঞ্চুরিকে কেন্দ্র করে শহর কলকাতায় তিন দিন ধরে উন্মাদনা ছিল। সেই উন্মাদনার মুহূর্তই ফ্রেমবন্দি করতে চেয়েছিলেন রাহুল। ছবির সুবিধার্থে সেই সময়ের বেশ কিছু ফুটেজও আমাদের দেবেন বলেছিলেন মহারাজ। কিন্তু এখন সেটা করতে গেলে আমাদের নিজেদের করতে হবে। যা কার্যত অসম্ভব। সৌরভ থাকলে ওই ফুটেজ পেতে আমাদের সুবিধা হত। তাই রাহুলকে আমি জানিয়েছি এই ছবিটা করব না।

 রানা সরকার

বাঙালিকে নতুন করে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন মহারাজ, সেই মুহূর্তই ছিল তাঁর গল্পের কেন্দ্রবিন্দু। এই ছবির হাত ধরে পরিচালক হিসাবে হাতেখড়ি হতে চলেছিল রাহুলের। এমনকী ছেলে সহজকেও একটি চরিত্রে আনবেন বলে ঠিক করেছিলেন রাহুল। ভবিষ্যতে কী হতে চলেছে তা সকলেরই অজানা।


Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Tan Removal Pack | ট্যান দূর না করলে ত্বক পুড়ে কালো তো হবেই, সঙ্গে হতে পারে ত্বকের নানা সমস্যাও! দেখুন বাড়িতে কীভাবে বানাবেন ট্যান রিমুভ্যাল প্যাক!
Monks | পাশ করা IIT-র মতো দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয় থেকে! লক্ষ টাকার চাকরি পেয়েও সব মোহো ত্যাগ করে আজ তারা সন্ন্যাসী!
Summer Plants | গরমে ঘরে যেন জ্বলছে আগুন! আবহওয়া শীতল করতে এসি নয়, লাগান গাছ! গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এই গাছগুলো!
অপরাজেয় সুভাষচন্দ্র বসুর জীবনী | Biography of Subhas Chandra Bose, Indian Nationalist Leader in bengali
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download