খেলাধুলা

Ranji Trophy | জমে গিয়েছে রঞ্জি ট্রফি! কোয়ার্টার ফাইনালে ১৬০ বলে সেঞ্চুরি করলেন রাহানে!

Ranji Trophy | জমে গিয়েছে রঞ্জি ট্রফি! কোয়ার্টার ফাইনালে ১৬০ বলে সেঞ্চুরি করলেন রাহানে!
Key Highlights

কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করলেন রাহানে। ১৬০ বলে পূর্ণ করলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১তম শতরান।

রঞ্জি ট্রফিতে সোমবার ৮৬ বলে ৭০ রানের ভালো ইনিংস খেলে নজর কেড়েছেন সূর্যকুমার যাদব। ৬৫ বল খেলে ৪৮ রান করেছেন শিবম দুবে। তবে ম্যাচের শেষ দিনে শিরোনামে অভিজ্ঞ ব্যাটার রাহানে। কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করলেন রাহানে। ১৬০ বলে পূর্ণ করলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১তম শতরান। তবে ১৮০ বলে ১০৮ রান করে আউট হন তিনি। ইনিংসে রয়েছে ১৩টি চার। এর ফলে মুম্বই হরিয়ানা ম্যাচের তৃতীয় দিনে ৩৩৯ রান তুলেছে মুম্বই। অন্যদিকে মুম্বইয়ের হয়ে বল হাতে ৬ উইকেট নিয়েছেন শার্দূল ঠাকুর। নিজের এই পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।