আন্তর্জাতিক

US Open 2022: অবসরের ইঙ্গিত নাদালের, ইউএস ওপেন থেকে বিদায় রাফার !

US Open 2022: অবসরের ইঙ্গিত নাদালের, ইউএস ওপেন থেকে বিদায় রাফার !
Key Highlights

Rafael Nadal: ইউএস ওপেন থেকে হেরে বিদায় নিলেন নাদাল। টিয়াফোর আর্জি, ‘বিগ ৩-র মোহ থেকে বেরোন'।

সেরিনা উইলিয়ামসের পর বিদায় নিলেন রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে আমেরিকার ফ্রান্সেস টিয়াফো দ্বিতীয় বাছাই নাদালকে হারালেন ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে। হেরে যাওয়ার পর নাদাল অবসরের ইঙ্গিত দিয়েছেন। অন্য দিকে টিয়াফো টেনিস দুনিয়ার কাছে আর্জি জানিয়েছেন, এ বার যেন সবাই ‘বিগ ৩’-র (ফেডেরার, নাদাল, জোকোভিচ) মোহ থেকে বেরিয়ে আসেন।

তলপেটে চোট পেয়ে উইম্বলডন সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানো বাদ দিলে এই বছর গ্র্যান্ড স্ল্যামে এটিই নাদালের প্রথম হার। নাদালের কোর্টে ফেরা তাঁর ব্যক্তিগত জীবনের উপরেও অনেকটাই নির্ভর করছে। অন্তঃসত্ত্বা স্ত্রী-কে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। যদিও স্ত্রী এবং গর্ভস্থ সন্তান ভাল আছেন, তবু বাবা হতে চলা নাদাল যথেষ্ট চিন্তিত।

আমাকে এখন অনেক কিছু ঠিক করতে হবে। জানি না আবার কবে কোর্টে ফিরব। আপাতত মানসিক ভাবে নিজেকে আবার তৈরি করার চেষ্টা করব। যখন সেটা সম্ভব হবে, তখন কোর্টে ফিরব। আপাতত দেশে ফিরব। টেনিসের থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজ সামনে রয়েছে। ব্যক্তিগত জীবনে সব কিছু কী রকম থাকে, তার উপর আমার টেনিস ভবিষ্যৎ নির্ভর করছে।

 রাফায়েল নাদাল (স্প্যানিশ টেনিস খেলোয়াড়)

এর পর লন্ডনে ২৩ সেপ্টেম্বর থেকে লেভার কাপে খেলার কথা নাদালের। বছর শেষে এটিপি ট্যুর ফাইনালসে খেলার যোগ্যতাও ইতিমধ্যেই অর্জন করেছেন তিনি। সেই প্রতিযোগিতা নভেম্বরে। বুধবার কোয়ার্টার ফাইনালে টিয়াফোকে খেলতে হবে আন্দ্রে রুবলেভের সঙ্গে। নবম বাছাই রুবলেভ সপ্তম বাছাই ক্যামেরন নরিকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন।


Naveen Patnaik | গুরুতর অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ভর্তি হলেন হাসপাতালে
Asia Cup Hockey | এশিয়া কাপে অনিশ্চিত পাক হকি দল! কলকাতা সফরে উল্টো সুর হকি ইন্ডিয়া প্রেসিডেন্টের
Dengue | ডেঙ্গিতে মৃত্যু বেহালাবাসী এক যুবকের, আড়াই মাসে ডেঙ্গিতে আক্রান্ত ২২০০
Howrah | শিশু মৃত্যুর ঘটনায় তোলপাড়, জিটি রোড অবরোধ বাসিন্দাদের, এলাকায় নামলো র‌্যাফ
EPFO | UAN-র সঙ্গে আধার যুক্ত করার মতো কাজ হবে আরও সহজে, নয়া পরিষেবা চালু EPFO-র!
Salt Lake | সল্টলেকে ডেলিভারি বয়ের জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলো পলাতক গাড়িচালক
Salt Lake | রেলিংয়ে গাড়ির ধাক্কা, আগুনে ঝলসে মৃত ডেলিভারি বয়, পরিস্থিতি সামলাতে সল্টলেকে কাঁদানে শেল ছুঁড়লো পুলিশ