আন্তর্জাতিক

US Open 2022: অবসরের ইঙ্গিত নাদালের, ইউএস ওপেন থেকে বিদায় রাফার !

US Open 2022: অবসরের ইঙ্গিত নাদালের, ইউএস ওপেন থেকে বিদায় রাফার !
Key Highlights

Rafael Nadal: ইউএস ওপেন থেকে হেরে বিদায় নিলেন নাদাল। টিয়াফোর আর্জি, ‘বিগ ৩-র মোহ থেকে বেরোন'।

সেরিনা উইলিয়ামসের পর বিদায় নিলেন রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে আমেরিকার ফ্রান্সেস টিয়াফো দ্বিতীয় বাছাই নাদালকে হারালেন ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে। হেরে যাওয়ার পর নাদাল অবসরের ইঙ্গিত দিয়েছেন। অন্য দিকে টিয়াফো টেনিস দুনিয়ার কাছে আর্জি জানিয়েছেন, এ বার যেন সবাই ‘বিগ ৩’-র (ফেডেরার, নাদাল, জোকোভিচ) মোহ থেকে বেরিয়ে আসেন।

তলপেটে চোট পেয়ে উইম্বলডন সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানো বাদ দিলে এই বছর গ্র্যান্ড স্ল্যামে এটিই নাদালের প্রথম হার। নাদালের কোর্টে ফেরা তাঁর ব্যক্তিগত জীবনের উপরেও অনেকটাই নির্ভর করছে। অন্তঃসত্ত্বা স্ত্রী-কে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। যদিও স্ত্রী এবং গর্ভস্থ সন্তান ভাল আছেন, তবু বাবা হতে চলা নাদাল যথেষ্ট চিন্তিত।

আমাকে এখন অনেক কিছু ঠিক করতে হবে। জানি না আবার কবে কোর্টে ফিরব। আপাতত মানসিক ভাবে নিজেকে আবার তৈরি করার চেষ্টা করব। যখন সেটা সম্ভব হবে, তখন কোর্টে ফিরব। আপাতত দেশে ফিরব। টেনিসের থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজ সামনে রয়েছে। ব্যক্তিগত জীবনে সব কিছু কী রকম থাকে, তার উপর আমার টেনিস ভবিষ্যৎ নির্ভর করছে।

 রাফায়েল নাদাল (স্প্যানিশ টেনিস খেলোয়াড়)

এর পর লন্ডনে ২৩ সেপ্টেম্বর থেকে লেভার কাপে খেলার কথা নাদালের। বছর শেষে এটিপি ট্যুর ফাইনালসে খেলার যোগ্যতাও ইতিমধ্যেই অর্জন করেছেন তিনি। সেই প্রতিযোগিতা নভেম্বরে। বুধবার কোয়ার্টার ফাইনালে টিয়াফোকে খেলতে হবে আন্দ্রে রুবলেভের সঙ্গে। নবম বাছাই রুবলেভ সপ্তম বাছাই ক্যামেরন নরিকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন।


Bangladesh | ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বন্ধ উড়ান চলাচল
Tamluk | মহিলা ডাক্তারের হাতে রহস্যময় চ্যানেল! তমলুকে ডাক্তারের রহস্যমৃত্যুতে ঘনাচ্ছে সন্দেহ
Taliban-Pakistan | ৪৮ ঘণ্টা পর্যন্ত সংঘর্ষবিরতিতে রাজি কাবুল-ইসলামাবাদ, আফগান সীমান্তে শান্তি ফিরবে কি?
Taliban-Pakistan | অশান্ত আফগান সীমান্ত, পাক-তালিবান ধুন্ধুমার গুলির লড়াইয়ে মৃত ১২, আহত শতাধিক
Narendra Modi | আলিপুরদুয়ার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, করবেন প্রশাসনিক সভাও
Shashi Tharoor | বিশ্বমঞ্চে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দেবে ৭ সদস্যের প্রতিনিধি দল! সভাপতিত্ব করবেন থারুর!
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য