মৌলবাদী ধর্মগুরুর উসকানিতে মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তিতে ভাঙচুর পাকিস্তানের যুবকের।
Sunday, December 13 2020, 9:32 am

মৌলবাদী ইসলামিক ধর্মগুরুদের উসকানিতে মহারাজা রঞ্জিত সিং-এর একটি মূর্তিতে ভাঙচুর চালাল এক মুসলিম যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই প্রয়াত হয়েছে পাকিস্তানের কুখ্যাত ইসলামিক মৌলবাদী চিন্তাধারার প্রচারক মৌলানা খাদিম হুসেন রিজভি।কিন্তু, তার ছড়ানো বিষ যে পাকিস্তানের জনমানসে আজও বর্তমান তার জ্বলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল। কুখ্যাত ওই মৌলবাদীর ভাষণে উজ্জীবিত হয়ে ২০১৯ সালে লাহোর দুর্গে বসানো মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তিটি ভেঙে ফেলল স্থানীয় এক যুবক। বিষয়টি জানাজানি হওয়ার পরেই প্রবল উত্তেজনা তৈরি হয় লাহোর শহরে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে লাহোরের হরবংশপুরা এলাকার বাসিন্দা অভিযুক্ত জাহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- লাহোর
- রঞ্জিত সিং-এর মূর্তি