সলমান ভক্তদের জন্য সুখবর! মুক্তি পেল দুর্দান্ত অ্যাকশনে পরিপূর্ণ 'রাধে'-র ট্রেলার
Thursday, April 22 2021, 12:38 pm
Key Highlightsভাইজান ইজ ব্যাক! এ বছরেই মুক্তি পাচ্ছে 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই'। দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেতে চলেছে সলমান খান অভিনীত 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই'। বৃহস্পতিবার মুক্তি পেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবির ট্রেলার। গতবারের লড়াইটা ছিল দুর্নীতি এবং গুন্ডারাজের বিরুদ্ধে। এবার বলিউডের ভাইজানের যুদ্ধ মাদক চক্রীদের বিরুদ্ধে। বুধবারই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই ট্রেলার লঞ্চের খবর জানিয়েছিলেন অভিনেতা। ওয়ান্টেড ছবির ওই সিক্যুয়ালে খলনায়কের চরিত্রে দেখা যাবে রণদীপ হুডাকে। সলমানের বিপরীতে রয়েছেন দিশা পাটানি।