CDS Hari Kumar | নতুন CDS পেলো ভারত! প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পদে অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরি কুমার!
Thursday, February 13 2025, 8:52 am
Key Highlightsদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পদ তথা নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব পেলেন অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরি কুমার।
নতুন সিডিএস অর্থাৎ চিফ অব ডিফেন্স স্টাফ পেলো ভারত। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পদ তথা নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব পেলেন অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরি কুমার। ১৯৮৩ সালের ১লা জানুয়ারি রাধাকৃষ্ণন হরি কুমার ভারতীয় নৌসেনায় যোগ দেন। INS রঞ্জিতের গানারি অফিসার ছিলেন তিনি। এরপর IMS রণবীর এবং আইএনএস কুঠারের গানারি অফিসারও ছিলেন তিনি। INSবিপুলের এগজেকিউটিভ অফিসারও ছিলেন রাধাকৃষ্ণন হরি কুমার। এরপর ২০২১ সালের ৯ নভেম্বরে হরি কুমারকে চিফ অব নাভাল স্টাফ হিসাবে নিয়োগ করা হয়।

