আর জি কর কান্ড

R G Kar | ডিলিট করা হয়েছিল ‘তিলোত্তমা‘র ফোনের তথ্য? সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য

R G Kar | ডিলিট করা হয়েছিল ‘তিলোত্তমা‘র ফোনের তথ্য? সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য
Key Highlights

আরজিকর ঘটনায়, মৃতার ফোন থেকে ‘ডিলিট’ করা হয়েছে একাধিক তথ্য!

আরজিকর ঘটনায়, মৃতার ফোন থেকে ‘ডিলিট’ করা হয়েছে একাধিক তথ্য! এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৯ আগস্ট সকালে তরুণীর দেহ পড়ে থাকার খবর শুনে সেমিনার হলে হাজির হয়েছিলেন একাধিক ডাক্তার। তরুণীর সঙ্গে ডিউটিতে থাকা জুনিয়র ডাক্তারদের থেকে জানা গিয়েছে, ‘দিদির’ একাধিক জিনিসে হাত দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম স্মার্টফোন। সেটি তুলে নিয়ে এক প্রভাবশালী ডাক্তার হাজির হন প্রাক্তন অধ্যক্ষের চেম্বারে। কাজ শেষে নির্যাতিতার স্মার্টফোন থেকে নির্দিষ্ট কিছু ফাইল এবং ভিডিও মুছে দেওয়া হয় বলেও খবর।