R G Kar Case | আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডে বেকসুর খালাস চেয়ে আবেদন সঞ্জয়ের! কেস গ্রহণ করলো হাইর্কোট!
Wednesday, July 16 2025, 6:56 am
Key Highlightsসঞ্জয় রায় সম্প্রতি বেকসুর খালাস চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন।
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুন কাণ্ডে মূল দোষী, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। সেই সঞ্জয় রায় সম্প্রতি বেকসুর খালাস চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। এবার সেই আবেদন গ্রহণ করল হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সঞ্জয় রায়ের মামলা গৃহীত হয়। CBIর দায়ের করা মামলার সঙ্গে শুনানি হবে সঞ্জয় রায়ের দায়ের করা মামলার। এই মামলায় পরিবার আদালতকে সহযোগিতা করতে পারবে। সেপ্টেম্বর মাসে এই মামলার পরের শুনানি হবে।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ক্রাইম
- ধর্ষণ
- খুন
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট

